কলকাতার চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই)-এর তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন কনসালট্যান্ট, সিনিয়র হিউম্যান রিসোর্স কনসালট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। কাজ করতে আগ্রহীদের ডাকযোগে আবেদন জানাতে হবে। তবে শূন্যপদ ক’টি, তা নিয়ে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
আরও পড়ুন:
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন কনসালট্যান্ট, সিনিয়র হিউম্যান রিসোর্স কনসালট্যান্ট পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় রেজিস্ট্রার এবং ডেপুটি সেক্রেটারি কিংবা সমতুল্য পদে পূর্বে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসের পারিশ্রমিক ৯৯ হাজার টাকা। বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে সিনেমা, টেলিভিশন ডিরেক্টশন, প্রোডাকশন কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত বিষয়ে তাঁদের ন্যূনতম পাঁচ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। পারিশ্রমিক হিসাবে ৫৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বয়স অনূর্ধ্ব ৬৩ বছর হওয়া প্রয়োজন।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তবে, উৎকর্ষের বিচারে পরবর্তীতে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। এ জন্য মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (srfti.ac.in) থেকে দেখে নেওয়া প্রয়োজন। আবেদনমূল্য ১,২০০ টাকা। আবেদনের শেষ দিন ২৪ জুলাই।