রাজ্য সরকারি বিভাগে পরামর্শদাতা পদে কর্মী প্রয়োজন। ওই পদে দক্ষ ব্যক্তিকে নিয়োগ করবে রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন। সংশ্লিষ্ট পদে এক জনকে নিয়োগ করা হবে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেম নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন:
-
ফুড অ্যান্ড ড্রাগ সেফটি থেকে ন্যানোসায়েন্স! কোথায় কারা দিচ্ছে পড়ার সুযোগ!
-
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হতে চান! সুযোগ দেবে আইআইইএসটি শিবপুর, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?
-
কোনও ভাষাই চাপিয়ে দেওয়া হচ্ছে না! ‘ভাষা-যুদ্ধে’ তামিলনাড়ুকে খোঁচা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
পদার্থবিদ্যায় স্নাতকোত্তর! জুনিয়র রিসার্চ ফেলো হওয়ার সুযোগ দেবে ইউজিসি-র গবেষণা কেন্দ্র
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো দরকার। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর।