ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কনসালট্যান্ট হিসাবে ওই সংস্থার একটি প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
ওই কাজের জন্য বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত ছ’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের ওয়ান হেলথ সম্পর্কিত বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তির বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। চুক্তির মেয়াদ এক বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। পারিশ্রমিক হিসাবে নিযুক্তকে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে।
আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে ইমেল মারফত জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অন্যান্য নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৮ মে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।