কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চাকরি পেতে পারেন। আইআইএসইআর, কলকাতার আর্থ সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে অদক্ষ শ্রমিক প্রয়োজন। ওই কাজের জন্য একজনকে নিয়োগ করা হবে।
কলকাতার সরকারি প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ওই পদে যে কোনও ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে কোনও শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক নয়। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:
নিযুক্তের জন্য পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১০,৮৯২ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে বিভিন্ন নদী এবং সমুদ্রতট থেকে নমুনা সংগ্রহে সহায়ক হিসাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনও গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের নদিয়ার ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। ১১ নভেম্বর ইন্টারভিউয়ের দিন স্থির করা হয়েছে। নিযুক্তের কাজ শুরু হবে ১৩ নভেম্বর।