কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)-এ কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদের জন্য কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে লাইব্রেরি ট্রেনি বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৫,০০০ টাকা। প্রতিষ্ঠানের সেন্ট্রাল লাইব্রেরিতেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে এক বছর কাজের সুযোগ মিলবে। তবে কতগুলি শূন্যপদ রয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
লাইব্রেরি ট্রেনি পদে আবেদনকারীদের জন্য কোনও নির্ধারিত বয়ঃসীমা উল্লেখ করা হয়নি। তবে তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, থাকতে হবে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর্স ডিগ্রিও।
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।