নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে স্বল্প সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থার অর্থপুষ্ট। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রকল্পটির কাজ হবে। যার নাম— ‘এমব্রায়োনিক ন্যাশনালিজ়ম ইন ক্যালকাটা হাইকোর্ট ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ১৮৬২-১৮৮৫’। প্রকল্পটি কেন্দ্র সরকার অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ (আইসিএইচআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পটিতে নিয়োগ হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন মাস। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা ধার্য করা হয়নি। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৭,৬০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রবিজ্ঞান/ ইতিহাস/ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ইংরেজি ভাষা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতাও থাকতে হবে।
আগামী ২৭ মে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে দুপুর ১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।