আন্তর্জাতিক সংস্থার অর্থানুকূল্যে গবেষণা প্রকল্পের কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সেই প্রকল্পের জন্য গবেষক প্রয়োজন। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রকল্পে নিয়োগ হবে অস্থায়ী ভাবে। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রতিষ্ঠানের রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অন্ত্রেপ্রেনিওরশিপে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রেমওয়ার্ক ফর সার্কুলারিটি লিঙ্কড বন্ডস’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে ইন্টারন্যাশনাল সাস্টেনেবেল এনার্জি ফাউন্ডেশন।
প্রকল্পে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে সাত মাস। আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ধার্য করা হয়েছে ৫৮ বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ২৯,২০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের অর্থনীতি/ফিন্যান্স/সমাজবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন অন্যান্য দক্ষতারও। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। আগামী ২৬ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।