রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক-এ (আইপিপিবি) কর্মখালি। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের গ্রামীণ ডাক সেবক-এ কর্মী নিয়োগ হবে। ওই বিভাগের শূন্যপদে ৩৪৮কে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে এক্জ়িকিউটিভ পদে দেশ জুড়ে কর্মী নিয়োগ হবে। প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য কাজের মেয়াদ থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৩০ হাজার পারিশ্রমিক হিসাবে পাবেন।
আরও পড়ুন:
স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকেরা ওই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্রামীণ ডাক সেবক-এ অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার।
স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রয়োজন পরীক্ষাও দিতে হতে পারে। কাজ করতে আগ্রহীদের অনলাইনে ৯ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে আবেদন জমা দিতে হবে।