বিজ্ঞানীদের জন্য চাকরির সুযোগ রয়েছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এ (আইএসিএস)। প্রতিষ্ঠানের একাধিক বিভাগে শিক্ষকতার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
প্রতিষ্ঠানে ফ্যাকাল্টি ফেলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর এবং সিনিয়র প্রফেসর পদে নিয়োগ হবে। পড়াতে হবে থিয়োরিটিক্যাল ফিজ়িক্স, সলিড স্টেট ফিজ়িক্স, মেটিরিয়াল সায়েন্সেস, স্পেক্ট্রোস্কোপি, অ্যাটোমিক মলিকিউলার অ্যান্ড অপ্টিক্যাল সায়েন্সেস, সোলার অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, পলিমার সায়েন্স, বায়োলজিক্যাল কেমিস্ট্রি, ফিজ়িক্যাল কেমিস্ট্রি, গণিত, রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স-সহ নানা বিষয়। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
ফ্যাকাল্টি ফেলোদের মাসে ১,১৬,৩৯৮ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের মাসে ১,৩৩,৯৩৬ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসরদের মাসে ১,৯৬,৬৬২ টাকা, প্রফেসরদের মাসে ২,১৬,৭৫০ টাকা এবং সিনিয়র প্রফেসরদের মাসে ২,৪৮,৪৬৯ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
ফ্যাকাল্টি ফেলো পদে আবেদনকারীদের পিএইচডি-র পাশাপাশি দু’বছরের পোস্ট ডক্টরাল কাজের অভিজ্ঞতা এবং প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি এবং ঠিকানায় পাঠাতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।