এয়ারপোর্টস অথিরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র নানা বিভাগে কাজের সুযোগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। নিযুক্তেরা তিনটি পদমর্যাদায় কাজের সুযোগ পাবেন। প্রার্থীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১২ ডিসেম্বর।
সংস্থার তরফে নিয়োগ হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৪। তাঁদের সংস্থার ইলেকট্রনিক্স, হিউম্যান রিসোর্স এবং ফায়ার সার্ভিসেস বিভগে কাজের দায়িত্বভার গ্রহণ করতে হবে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্টদের বেতনক্রম হবে মাসে ৩৬,০০০ থেকে ১,১০,০০০ টাকা এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের বেতনক্রম হবে মাসে ৩১,০০০ থেকে ৯২,০০০ টাকা। এ ছাড়াও অন্য খাতেও অতিরিক্ত টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
পদ অনুযায়ী, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা ছাড়া বাকিদের ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১১ জানুয়ারি। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
৫০৯ জন শিক্ষানবিশ খুঁজছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, পোস্টিং পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে
-
বছর ঘুরতেই জয়েন্ট এন্ট্রান্স, কী ভাবে প্রস্তুতি নিলে হবে বাজিমাত! কী বলছেন বিশেষজ্ঞেরা?
-
বৃদ্ধি পেল ক্যাট-এর ‘আনসার কি’ চ্যালেঞ্জ করার জন্য বরাদ্দ অর্থ, কী ভাবে চ্যালেঞ্জ করবেন?
-
মেডিক্যাল স্নাতকোত্তরে যোগ হল ২,৬২০টি আসন, দ্বিতীয় রাউন্ড কাউন্সেলিংয়ের মধ্যেই ঘোষণা