স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা গবেষণার সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের একটি গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
এ ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল সায়েন্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। তবে, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)— এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রার্থীদের ম্যাথামেটিক্যাল মডেলিং অফ ফ্লো, ফেব্রিকেশন অফ অন চিপ ডিভাইসেস, স্টিমুলেশন অফ ফ্লুইড স্ট্রাকচার ইন্টার্যাকশন অ্যান্ড মাইক্রোস্কেল নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা প্রয়োজন। মোট ১১ মাসের চুক্তিতে কাজ করতে হবে। ফেলোশিপ হিসাবে প্রতি মাসে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও বাড়িভাড়া, মেডিক্যাল অ্যালাওয়েন্স মিলিয়ে মোট পারিশ্রমিক ৪৯ হাজার ৯৭০ টাকা।
অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে ১২ অগস্ট প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, তার আগে ইমেল মারফত আবেদনপত্র ১১ অগস্টের মধ্যে পাঠানো প্রয়োজন। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। কোন প্রকল্পে কাজ করতে হবে, সেই বিষয়টি আইআইটি গুয়াহাটির ওয়েবসাইটে (iitg.ac.in) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারেন।