কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার একটি বিভাগের জন্য অভিজ্ঞ পেশাদার প্রয়োজন। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
সংস্থার সিভিল বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে এগজ়িকিউটিভ পদে। মোট শূন্যপদ ১৭টি। নিযুক্তদের দেশ বা বিদেশে সংস্থার বিভিন্ন দফতরে পোস্টিং দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৩০,০০০-১,২০,০০০ টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও মিলবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিতেরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা। আগামী ১৩ জুন আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।