যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ‘স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস’-এর তরফে এই নিয়োগ।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ‘ব্রিটিশ লাইব্রেরি বিপন্ন আর্কাইভ প্রোগ্রাম’-এর অধীনে একটি প্রকল্পে এক বছরের কাজের সুযোগ রয়েছে। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ৩০ হাজার টাকা। শূন্যপদ তিনটি। ‘অনসাইট ডিজিটালাইজেশন’, ‘লিস্টিং অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট’, ‘ম্যানুস্ক্রিপ্ট সার্ভে’—এই তিনটি ক্ষেত্রে কাজ করতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। পাশাপাশি যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২৪ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। তার জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের jadavpuruniversity.in এই ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২১ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।