ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় কর্মী প্রয়োজন। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে এই নিয়োগ হবে প্রতিষ্ঠানের কেমিক্যাল সায়েন্সেস বিভাগে। রসায়ন কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পাবেন। শূন্যপদ একটি।
পদপ্রার্থীদের অন্তত চার বছর গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। রসায়ন ছাড়া অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজ়িক্যাল কেমিস্ট্রি, মেটিরিয়াল সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক ৪২ হাজার টাকা। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। তবে, ওই মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে।
আগ্রহীদের ২১ সেপ্টেম্বরের আগে ইমেল মারফত জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ আবেদন করতে হবে। কারণ ওই দিন অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিন।