মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি-তে (ম্যাকাউট) লিগ্যাল রিটেনার নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি আবেদনের শর্তাবলি জানানো হয়েছে।
আইনে ব্যাচেলর ডিগ্রি (এলএলবি) অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁর দেশের যে কোনও হাই কোর্টে অন্তত ১০ বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে চুক্তি বা মউ স্বাক্ষরের মতো বিষয়েও অভিজ্ঞ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। তবে, এই পদে নিযুক্তকে কত দিনের চুক্তিতে বহাল রাখা হবে, বা পদের মেয়াদ কত বছরের— সেই সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (makautwb.ac.in) মারফত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদনের জন্য পোর্টাল ৭ অক্টোবর পর্যন্ত চালু থাকছে।