ন্যাশনাল ক্যাপিটাল রিজ়িওন ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মখালি। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে অ্যাডভাইজ়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে রেল বা মেট্রোতে ২৫ বছর কাজ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল শাখার কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে।
আবেদনকারীদের অনলাইনে নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২১ মে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।