রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-র পরিবেশ এবং গ্রিন হাইওয়ে বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় একটি পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে সমগ্র আবেদন প্রক্রিয়া। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে জয়েন্ট অ্যাডভাইজ়ার (এনভায়রনমেন্ট অ্যান্ড প্লান্টেশন) পদে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তদের পোস্টিং হবে দিল্লিতে, সংস্থার সদর দফতর এবং ছত্তীসগঢ়ের আঞ্চলিক দফতরে। নিযুক্তদের প্রথমে দু’বছর সংশ্লিষ্ট পদগুলিতে কাজের সুযোগ মিলবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের নিরিখে এই মেয়াদ আর এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৯০,০০০-১,২৫,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৬৫ বছর। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার যোগ্যতা এবং ফরেস্ট্রি/এগ্রিকালচার/হর্টিকালচার/পরিবেশ ক্ষেত্রে কাজের ১৫ বছরের অভিজ্ঞতা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৩ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।