নয়াদিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-তে অতিমারি পর্বে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যরক্ষায় সহযোগিতা সংক্রান্ত বিষয়ে গবেষণা করা হচ্ছে। ওই প্রকল্পে গবেষক হিসাবে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ন’টি।
সংশ্লিষ্ট পদে মনোবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান ডেভেলপমেন্ট, এডুকেশনের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে এনসিইআরটি। আবেদনকারীদের ওই বিষয় নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
জুনিয়র প্রজেক্ট ফেলো পদের জন্য অনূর্ধ্ব ৪০ বছর এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির মেয়াদে তাঁদের কাজ চলবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এনসিইআরটি। ২৫ জুন নয়াদিল্লির দফতরে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (ncert.nic.in) থেকে দেখে নিতে পারেন।