ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির সেন্টার ফর কেরিয়ার ডেভেলপমেন্ট বিভাগে ওই ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রেই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার হিসাবে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তকে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি পাবে। আইআইটি, গুয়াহাটির বিভিন্ন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ এবং শিক্ষার্থীদের শিক্ষানবিশি এবং চাকরি সংক্রান্ত বিষয়ে উৎসাহ জোগানের দায়িত্ব ওই পদে নিযুক্ত ব্যক্তিকেই পালন করতে হবে।
অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ দিন ২০ জুন। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি আইআইটি, গুয়াহাটির ওয়েবসাইট (iitg.ac.in) থেকে দেখে নিতে পারেন।