শিক্ষকতার সুযোগ রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। সম্প্রতি সে সংক্রান্ত একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। পূর্ণ সময়ের এই পদে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করার জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে প্রফেসর পদে। শূন্যপদ রয়েছে একটি। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি) বিষয় পড়ানোর জন্য এই নিয়োগ। এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম মেনেই।
আরও পড়ুন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্পে গবেষক নিয়োগ, কোন বিভাগের জন্য?
-
ইউপিএসসি সিভিল সার্ভিস দেবেন? প্রস্তুতির জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা রাজ্য সরকারের
-
ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমবিএ করবেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া
-
এনআইটি দুর্গাপুরে শিক্ষকতার সুযোগ, নিয়োগ মোট ৪৩টি শূন্যপদে
-
কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আইটি এগজ়িকিউটিভ পদে নিয়োগ, শূন্যপদ ক’টি?
আবেদনকারীদের ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ/ সরকারি কলেজের ইংরেজি/ ভাষাতত্ত্ব/ ইএলটি বিষয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে।
আগামী ১ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের হেড কোয়ার্টারে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের ওই দিন জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে দুপুর ১২টার মধ্যেই যথাস্থানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।