রাষ্ট্রায়ত্ত সংস্থায় ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ফিন্যান্স বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করেছেন, এমন ব্যক্তিদের প্রয়োজন। তবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কিংবা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরাও (সিএমএ) আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ ১৭টি।
ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি)-র তরফে জুনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অ্যাকাউন্টিং অ্যান্ড অ়ডিট, বাজেট অ্যান্ড কস্টিং সংক্রান্ত বিষয়ে অন্তত দু’বছর থেকে ১২ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে কোনও সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
জুনিয়র ম্যানেজার পদে নিযুক্তদের বয়স ৩০ বছর এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্তের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ম্যানেজাররা প্রতি মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা বেতনক্রমে এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজাররা প্রতি মাসে ১,০০,০০০-২,৬০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক পাবেন।
অনলাইনে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। এনএমডিসি-র পোর্টাল মারফত ২৮ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য এনএমডিসি-র ওয়েবসাইট (nmdc.co.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।