অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের নয়ডা কিংবা নয়া দিল্লির দফতরে বন্যপ্রাণ ব্যবস্থাপনা, আপস্ট্রিম হাইড্রোকার্বন প্রজেক্ট সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে ডোমেন এক্সপার্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর আপস্ট্রিম অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে বিষয়ে পূর্বে ন্যূনতম ৩০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আরও পড়ুন:
একই সঙ্গে প্রার্থীদের আপস্ট্রিম হাইড্রোকার্বন প্রজেক্টের সেফটি নর্মস সংক্রান্ত বিষয়ে কাজের প্রশিক্ষণ এবং অনুমোদন থাকা প্রয়োজন। মোট দু’বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতিদিনের নিরিখে সাম্মানিক হিসাবে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ইমেল মারফত আগ্রহীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ১৬ মে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি পাঠানো আবশ্যক। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।