কেন্দ্রীয় বায়োটেকনোলজি বিভাগের অর্থানুকূল্যে চালিত এক বিশেষ গবেষণার কাজ শুরু করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পে কাজের জন্যই গবেষকের খোঁজ করছে প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ দু’বছরের। প্রতি মাসে ৪৬,৯৯০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, মাইক্রবায়োলজি অথবা বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজ়িবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। এ জন্য প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেল করতে হবে। ২৬ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ২৮ জানুয়ারি বেলা ১২টা থেকে ইন্টারভিউ হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://www.presiuniv.ac.in/) দেখে নেওয়া যেতে পারে।