রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এ উচ্চপদে চাকরির সুযোগ রয়েছে। এই মর্মে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ৭০০-রও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মীদের। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া।
ব্যাঙ্কে নিয়োগ হবে লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে। মোট শূন্যপদ ৭৫০টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯০টি শূন্যপদ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ‘প্রোবেশন’-এ রাখা হবে দু’বছর। নিযুক্তদের বেতনক্রম মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।
আরও পড়ুন:
-
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির সুযোগ! শূন্য আসনের জন্য এখনও চলছে আবেদন গ্রহণ
-
নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ! তৃতীয় দফার ভর্তি শুরু কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে
-
ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না জেইই মেন-এ! নিজেদের বিজ্ঞপ্তির ভুল স্বীকার করে জানাল এনটিএ
-
আইনের স্নাতক ও স্নাতকোত্তর প্রবেশিকায় আবেদনের মেয়াদ বৃদ্ধি, আবেদনে করা যাবে কত দিন?
প্রার্থীদের বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। প্রয়োজন স্থানীয় ভাষায় পারদর্শিতাও।
অনলাইনে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং, সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থী বাছাই করা হবে। এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫৯ টাকা এবং অসংরক্ষিতদের ১১৮০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৩ নভেম্বর। এ বিষয়ে বিশদ জানা যাবে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন:
-
কলকাতায় স্পাইসেস বোর্ড-এর তরফে কর্মীর খোঁজ, কোন পদে, কারা আবেদন করতে পারবেন?
-
টেকনোজিক্যাল ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ! প্রবেশিকায় আবেদনের সময়সীমা বৃদ্ধি
-
যাদবপুর বিশ্ববিদ্যালয় ডিভিসি-র অর্থপুষ্ট প্রকল্পে ইন্টার্ন প্রয়োজন, কী ভাবে যোগ্যতা যাচাই?
-
পরিবেশ বিজ্ঞান নিয়ে গবেষণার ইচ্ছে! কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু পিএইচডি-র আবেদন প্রক্রিয়া