মুখের ক্যানসার নিয়ে গবেষণামূলক কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ। প্রকল্পে কাজের জন্য বিজ্ঞানী প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রকল্পের কাজে একজন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর তাঁর কর্মদক্ষতা এবং প্রকল্পের প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ৬৭,০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়াও বাড়িভাড়া খাতে দেওয়া হবে অতিরিক্ত ভাতা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের পিএইচডি থাকবে, তাঁরাও আবেদন করতে পারবেন। অন্য দিকে, ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি-র মতো বিষয়ে স্নাতকের পাশাপাশি তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।