কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় কর্মখালি। সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার পদে কর্মী নিয়োগ করবে। মোট শূন্যপদ ৫৯৫।
জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার হিসাবে মাইনিং ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত শংসাপত্র থাকা আবশ্যক। এ ছাড়াও গ্যাস টেস্টিং, ফার্স্ট এইড-এর প্রশিক্ষণের শংসাপত্রও থাকতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের খনিতে কাজ করতে হবে। প্রার্থীদের যোগ্যতা লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। তবে নিযুক্তেরা কত টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন, তার কোনও তথ্য সংস্থার তরফে জানানো হয়নি।
৩০ অক্টোবর পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদনের পোর্টাল চালু থাকবে। আবেদনের জন্য কোন কোন নথি জমা দিতে হবে, সেই সম্পর্কিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। বাছাই করা প্রার্থীরা ই-মেল মারফত পরীক্ষার সূচি এবং অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।