গত বছর কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) আয়োজিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল)-এর টায়ার ১ পরীক্ষার ফল আগেই ঘোষণা করা হয়েছিল। এ বার প্রকাশিত হল পরীক্ষার ‘আনসার কি’ এবং স্কোরকার্ড। একইসঙ্গে টায়ার-২ পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ও প্রকাশ করল এসএসসি।
সিজিএল-এর টায়ার ১-এর পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত বছর ১২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে গ্রহণ করা হয়েছিল পরীক্ষা। এর পর ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয়েছিল ১৬ অক্টোবর। প্রশ্নের উত্তর নিয়ে কোনও আপত্তি থাকলে পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল ১৯ অক্টোবর পর্যন্ত। ১৮ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এ বার পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত ‘আনসার কি’ এবং স্কোরকার্ড প্রকাশ করা হল এসএসসি-র ওয়েবসাইটে।
আরও পড়ুন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাবলিক সিস্টেমে এমবিএ-র সুযোগ, চলছে ভর্তি
-
ডিএসটি-র অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে আইআইটি খড়্গপুরে, কোন বিভাগে চলছে গবেষকের খোঁজ?
-
জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষা সূচিতে সামান্য পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি করল এনটিএ
-
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট খুঁজছে আইআইইএসটি শিবপুর, কোন বিভাগে কাজের দায়িত্ব থাকবে?
টায়ার-১ পরীক্ষায় উত্তীর্ণ ১,৩৯,৩৯৫ জন এ বার টায়ার-২ পরীক্ষা দিতে পারবেন। এর মধ্যে ৬,১৯৬ জন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য নির্বাচিত হয়েছেন। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড ২ পদের জন্য নির্বাচিত হয়েছেন ২,৭৮১ জন। বাকি ১,৩০,৪১৮ জন অন্য পদের জন্য নির্বাচিত হয়েছেন।
টায়ার-১ উত্তীর্ণরা আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি টায়ার-২ পরীক্ষা দিতে পারবেন। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রক এবং সংস্থায় ১৪, ৫৮২টি শূন্যপদের এই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার্থীরা কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন, সে জন্য প্রকাশ করা হয়েছে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। একইসঙ্গে এসএসসি-র তরফে জানানো হয়েছে, পরীক্ষার দু’তিন দিন আগেই প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। যা পরীক্ষার্থীরা এসএসসি-র ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুন:
-
প্রসার ভারতীর তরফে কর্মীর খোঁজ, কর্মস্থল হবে কলকাতা, ভুবনেশ্বর-সহ দেশের অন্য শহর
-
ম্যানেজমেন্টে পিএইচডি-র সুযোগ আইআইএম রাঁচি থেকে, ক্যাট ছাড়াও করা যাবে আবেদন
-
কর্মী প্রয়োজন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে, কলকাতা বন্দরে কোন পদে কাজ করতে হবে?
-
বিদেশে এমবিএ পড়তে যেতে চান! প্রয়োজন কেমন যোগ্যতা, দক্ষতা, থাকা জরুরি কোন কোন নথি?