দক্ষিণ দিনাজপুর জেলায় স্কুল শিক্ষকতার সুযোগ রয়েছে। মঙ্গলবার সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার দু’টি ব্লকে অবস্থিত দু’টি সরকারি স্কুলে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
জেলার গভর্নমেন্ট মডেল স্কুল, হরিরামপুর (ইংরেজি মাধ্যম) এবং গভর্নমেন্ট মডেল স্কুল, কুশমন্ডি (ইংরেজি মাধ্যম)-র জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অতিথি শিক্ষক পদে। শূন্যপদ রয়েছে চারটি। নিযুক্তদের বাংলা, ইংরেজি, শারীরবিদ্যা এবং ভূগোল পড়ানোর জন্য নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
-
শিক্ষকতার সুযোগ কল্যাণীর এমসে, কোন বিভাগের জন্য নিয়োগ?
-
যাদবপুরের কাল্টিভেশন অফ সায়েন্সে গবেষক পদে কর্মখালি, শূন্যপদ ক’টি
-
ডিসেম্বরের ইউজিসি নেটের ফল ঘোষণা ১৭ জানুয়ারি, বিজ্ঞপ্তি জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, কোন পদে, কতজনের চাকরির সুযোগ রয়েছে?
-
বর্ধমান পৌরসভায় ৩৬টি শূন্যপদে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। যে কোনও সরকারি/ সরকারি সাহায্যপ্রাপ্ত/ সরকারি অর্থপুষ্ট/ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই পদে আবেদন করতে পারবেন। নিযুক্তদের শেষ প্রাপ্ত মাসিক বেতন থেকে পেনশনের পরিমাণ বাদ দিয়ে পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২২ জানুয়ারি। পদগুলিতে এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানার জন্য জেলার প্রশানিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।