বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়্গপুরের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। বায়োইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন এলিজিবিলিটি টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রার্থীদের সি, সি++, পাইথন, আর-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়ে পারদর্শী হওয়া প্রয়োজন। নিযুক্তকে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি-র অর্থপুষ্ট প্রকল্পে নিয়োগ করা হবে। পারিশ্রমিক ৩৭ হাজার টাকা।
দু’মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর। এই বিষয়ে আরও জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।