নয়া দিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র প্রজেক্ট ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শূন্যপদ ১২টি।
উল্লিখিত পদে হিন্দি, ইংরেজি, উর্দু, সংস্কৃত স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। ভাষা সংক্রান্ত প্রকল্পে নিযুক্তদের কাজ করতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আলাদা করে আবেদন পাঠানোর দরকার নেই।
প্রতিষ্ঠানের নয়া দিল্লির দফতরে ১৫ মে সকাল সাড়ে ১০টায় ইন্টারভিউ শুরু হবে। ওই দিন কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।