অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কাজের সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে সদ্যই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে, অ্যাডিশনাল সিকিওরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিওরিটি অফিসার, স্পেশাল অফিসার পদে মোট ১৩ জনকে নিয়োগ করা হবে।
ডেপুটি সুপারিন্টেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসার বা সমতুল্য পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। তাঁদের বয়স অনূর্ধ্ব ৬২ বছর হওয়া প্রয়োজন। নিযুক্তদের ৩৩,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তেরা কাজ করার সুযোগ পাবেন। তবে, পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। নিযুক্তদের কলকাতা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন ডিভিশনে কাজ করতে হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে, ল্যান্ড বিভাগের স্পেশাল অফিসারের পদে আবেদনকারীদের ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১১ জুন। ওই দিন বিদ্যুৎ ভবনে ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ওয়েবসাইটে (www.wbsedcl.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।