Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Anupam Roy

দশম-দ্বাদশের সিবিএসই বন্ধের নির্দেশ, ছাত্ররা অনুপম রায়ের কাছে আশঙ্কা প্রকাশ করলেন

২০১১-য় অনুপমের এই গান গেয়ে শিক্ষার দুনিয়া বদল আনতে চেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হরনাথ চক্রবর্তীর ‘চলো পাল্টাই’ ছবিতে।

অনুপম রায়

অনুপম রায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ২০:০৬
Share: Save:

করোনার জেরে এ বছরেও বাতিল দশম শ্রেণির সিবিএসই। স্থগিত দ্বাদশের পরীক্ষাও। প্রস্তুতির পরে পরীক্ষা বাতিলের ঘোষণা ছাপ ফেলে যায় শিক্ষার্থীদের মনে। সেটা অনুভব করতে পেরেছেন অনুপম রায়। তাই আবার দিন বদলের ডাক তাঁর পোস্টে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কথায় ‘চলো পাল্টাই’-এর সুর। ইনস্টাগ্রামে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তাঁর অনুরোধ, ‘বাড়িয়ে দাও তোমার হাত’।

কী ভাবে?

অনুপমের পোস্ট বলছে, শিক্ষার্থীদের একে অন্যের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। ‘যে সব ছাত্ররা এই কোভিড পরিস্থিতির মধ্যে বোর্ড কিংবা এন্ট্রান্স পরীক্ষার জন্য তৈরি হচ্ছে আর তা হয় পিছিয়ে যাচ্ছে কিংবা বাতিল হচ্ছে তাদেরকে বলতে চাই, ভেঙে পড় না’, যুক্তি তাঁর। দাবি, সময়টা ভীষণ কঠিন। তার পরেই ফের ফিরিয়ে এনেছেন তাঁর জনপ্রিয় পুরনো গানের পংক্তি, ‘বাড়িয়ে দাও তোমার হাত।’ শিল্পীর কথায়, এ ভাবেই একে অন্যের পাশে থাকা যায়।

২০১১-য় অনুপমের এই গান গেয়ে শিক্ষার দুনিয়া বদল আনতে চেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হরনাথ চক্রবর্তীর ‘চলো পাল্টাই’ ছবিতে। বর্তমানে করোনার কারণে ফের টালমাটাল শিক্ষাজগৎ। সম্ভবত তাই ১০ বছর আগের গান অনুপমের কাছে এখন প্রাসঙ্গিক।

জনপ্রিয়তার নিরিখেও অনুপম শীর্ষে। তাই প্রতিবেদন শেষ হওয়া পর্যন্ত পোস্টটি নিমেষে পছন্দ করেছেন ৫ হাজার নেটাগরিক। শিল্পীর অনুভূতিপ্রবণ মনেরও তারিফ করেছেন ছাত্ররা। পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনুপমকে। পাশাপাশি উদ্বিগ্ন শিক্ষার্থীরা। অনুপমের কাছেই তাঁদের আত্মসমর্পণ, ‘আমাদের ভবিষ্যত নিয়ে ভীষণ চিন্তিত’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Music Composer poila baisakh Anupam Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE