বার বার বিতর্কে জড়িয়েছেন ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ খ্যাত অভিনেত্রী অহনা কুমরা। কখনও অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন, কখনও আবার যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে সমালোচিত হয়েছেন। একটা সময় আত্মহননের পথ বেছে নেওয়ার কথা ভেবেছিলেন। ‘বিগ বস্’ থেকে কোটি কোটি টাকার প্রস্তাব পেয়েছেন, কিন্তু সলমন খানের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেন অহনা!
আরও পড়ুন:
সম্প্রতি ‘রাইজ় অ্যান্ড ফল’ নামক একটি রিয়্যালিটি শোয়ের ম়ঞ্চে দেখা গিয়েছে তাঁকে। এমন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইচ্ছে তাঁর বহু দিনের। অহনা নাম না করেই জানান, ‘বিগ বস্’ থেকে প্রতি বছর তাঁর কাছে অংশগ্রহণের জন্য প্রস্তাব আসে। কিন্তু, তিনি পিছিয়ে যান। এর কারণ কি অনুষ্ঠানের সঞ্চালক সলমন? অহনা বলেন, ‘‘একটা বাড়ির ভিতরে অত নতুন মানুষের সঙ্গে থাকতে হবে ভেবেই আমি ভয় পাই। শুধু খাওয়া আর ঘুম নয়, একই জায়গায় ওঁদের সঙ্গে রীতিমতো থাকতে হবে।” অভিনেত্রীর আরও বক্তব্য, “বাকিদের সঙ্গে সময় কাটাতে হবে, কথা বলতে হবে। এতেই আমার প্রবল ভয়। তার উপর খাবারের ঘাটতি তো আছেই। খিদের জ্বালায় রাগ আর সেই থেকেই আসল লড়াই হয়। মানুষকে লড়িয়ে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে খাবারের জোগান বন্ধ করে দেওয়া। অনুষ্ঠানের ওই পদ্ধতিতেই আমার ভয়, যে কারণে আমি কখনও ওখানে যেতে রাজি হইনি।”
অন্য দিকে, গত কয়েক দিন ধরে খুনের হুমকি পাচ্ছেন অভিনেত্রী। ‘রাইজ় অ্যান্ড ফল’ নামক অনুষ্ঠানে ভোজপুরি অভিনেতা পবন সিংহ ছিলেন অহনার প্রতিযোগী। এই অনুষ্ঠানের প্রতিযোগিতা চলাকালীন পবনের সঙ্গে ঝগড়া হয়েছিল অহনার। পরে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান দু’জনেই। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় দুই প্রতিযোগী পরস্পরের কাছে ক্ষমাপ্রার্থনাও করেন। কিন্তু খবর, সেই ঝগড়ার রেশ এখনও বইছেন অভিনেত্রী।