গত কয়েক বছরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই। ১৭ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে দেওয়ার পরও প্রতি মুহূর্তে নজরে তাঁরা।যদিও তার নেপথ্য কারণ রয়েছে। সম্প্রতি নিজের নামে পাশ থেকে বচ্চন পদবি সরিয়ে বিয়ের পূর্বের রাই পদবিতে ফিরে গিয়েছেন ঐশ্বর্যা। এ ছাড়া বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। শোনা যায় শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা নেই ঐশ্বর্যার। সেই কারণে নাকি বাড়ি ছেড়ে দেন অভিনেত্রী। এ ছাড়াও অম্বানীদের বিয়েতে ঐশ্বর্যার মেয়ে আরাধ্যার সঙ্গে আগমন, অন্য দিকে বাকি বচ্চন পরিবারের একসঙ্গে আসা ভাল চোখে দেখেননি অনেকেই। তাঁদের নিয়ে এত জল্পনা হলেও নীরব ছিলেন বচ্চনেরা। অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক।
আরও পড়ুন:
সম্প্রতি হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্ণ করলেন অভিষেক। এমনিতেই গত কয়েক বছরে সাক্ষাৎকার দেওয়া কমিয়েছেন। তাঁর পরিবার নিয়ে দর্শকের কৌতূহলের যে অন্ত নেই সেটা ভালই বোঝেন অভিষেক। আগে যদিও তাঁদের নিয়ে নিরন্তর চর্চায় বিশেষ পাত্তা দিতেন না। কিন্তু এখন আঘাত পান। গোটা বচ্চন পরিবার নিয়ে যে খবর ছড়ায় তা পুরোটাই গুজব বলেই মত অভিষেকের। অভিনেতা বলেন, ‘‘ আগে যখন এগুলো নিয়ে কথা হত পাত্তা দিতাম না। এখন খারাপ লাগে কারণ আমার একটা পরিবার আছে।’’ কিন্তু তাঁর ও ঐশ্বর্যা বৈবাহিক জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলে তাতে নীরবতাকে কেন ঢাল করেন অভিষেক? সেই প্রসঙ্গে অভিনেতা বলেন,‘‘আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনও সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি আমার জীবন যাঁরা বাঁচছেন না, তাঁদেরকে উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’’