দেখতে দেখতে ১২ বছর পার করে ফেলল শাহরুখ-গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার চোখের মণি, সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রাম। বেশি বয়সের সন্তান, তবু কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন নায়ক। জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও তেমন লক্ষ্মীটি নয় আব্রাম। বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম ন্যানিরা। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম— এমনই আশা শাহরুখের। যদিও ছেলের ১২তম জন্মদিনে থাকলেন না শাহরুখ।
আরও পড়ুন:
বাবার পর যাঁর সঙ্গে আব্রামকে সব চেয়ে বেশি দেখা যায় সে দিদি সুহানা খান। ভাইয়ের জন্মদিনে মা গৌরীর সঙ্গে ছিলেন সুহানা। মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আব্রামের এ বারের জন্মদিন উদ্যাপন হল। উল্লিখিত সংস্থার তরফে তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রামে আব্রামের জন্মদিনের বেশ কিছু ঝলক পোস্ট করা হয়েছে। সেই ছবি এবং ভিডিয়োগুলো পোস্ট করে তাঁদের তরফে লেখা হয়, ‘‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার আর্টস ক্যাফের ডিজ়াইনার গৌরী খান-সহ সুহানা খান এবং গোটা পরিবারকে আপ্যায়ন করতে পারা ভীষণ আনন্দের ব্যাপার, তা-ও আবার আব্রামের জন্মদিন উদ্যাপনের জন্য।’’ সাধারণ তারকা-সন্তানদের জন্মদিনে যে ধরনের আয়োজন থাকে, তেমন কোনও কিছুই ছিল না। খান পরিবারের ঘনিষ্ঠরা ছিলেন, সঙ্গে ছিল আব্রামের পছন্দের সব খাবার। যেমন পিৎজ়া, নানা ধরনের মিষ্টি ও আব্রামের প্রিয় কেক। এত কিছুর মধ্যে সকলেই খুঁজেছেন শাহরুখকে। ছোট ছেলের জন্মদিনে গরহাজির শাহরুখ ও বড় ছেলে আরিয়ান। শোনা যাচ্ছে, নিজের আগামী ছবির কাজ পড়ে যাওয়ায় নাকি আব্রামের জন্মদিনে থাকতে পারেননি শাহরুখ।