অনুরাগীদের খুব দুঃখ ছিল, কেন কিছুতেই একমাত্র ছেলের মুখ দেখাচ্ছেন না পূজা বন্দ্যোপাধ্যায়? অনেকেই আবদার ধরেছিলেন কৃশিবের মুখ দেখার। কেউ কেউ অবশ্য বলেছিলেন, একরত্তির মুখ এখন না দেখানোই ভাল। নজর লেগে যেতে পারে।
ছেলেকে নিয়ে নেটাগরিকদের এই কৌতূহল জিইয়ে রেখেছিলেন পূজা-কুণাল বর্মাও।
অবশেষে সবার অনুরোধ রাখতে শুক্রবার সকালে কৃশিবকে আবার প্রকাশ্যে আনলেন পূজা। খেলনার আড়াল থেকে উঁকি দিচ্ছে ছোট্ট মুখ।
কৃশিব কার মতো দেখতে? মা না বাবা? এখনও বোঝা যাচ্ছে না। তবে মুখ দেখতে পেয়েই দারুণ খুশি নেটাগরিকেরা। আশীর্বাদ, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন একরত্তিকে।
কেউ তাকে সম্বোধন করেছেন ‘টাইগার’ বলে। কেউ বলেছেন, ‘সুপার কিউট।’ বলিউডে তৈমুরের পর সম্ভবত পূজা-কুণালের ছেলেকে নিয়ে আবার এ রকম মিডিয়া হাইপ তৈরি হল।
আরও পড়ুন: অবসাদ থেকে মাদকযোগ, ‘মস্তানি’ নিয়ে মুখ খুললেন দীপিকা
ফ্যান ফলোয়ার্স বেড়েই চলেছে কৃশিবের। জন্মেই লাইমলাইটে। সোশ্যাল মিডিয়ায় লাইকের পর লাইক। কৃশিব যে স্টার কিড! একটু একটু করে বড় হচ্ছে তারকা সন্তান। ধাপে ধাপে বাড়ছে নিজেকে সামনে আনার ভঙ্গিও। এ বার আর কারও কোলে চেপে নয়, বিছানায় একা শুয়ে খেলা করতে করতেই তাই ছবি তুলে ফেলেছে সে বড়দের মতো!
আরও পড়ুন: বছর শেষের বড় টুইস্ট! রাধিকার জীবনে ফিরছে পরমশত্রু