ঝড় উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে? একুশের নির্বাচন বড় পালাবদল ঘটাতে চলেছে? রবিবাসরীয় সকালে তেমনই ইঙ্গিত মিলল সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে।
সামাজিক পাতায় কী শেয়ার করেছেন সায়নী? অভিনেত্রীর কথায়, "রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি কবি আহমক ফাফুন্দভির একটি শায়েরি মনে করিয়ে দিল। কবির কথায়, ‘ইয়ে কহে রহি হ্যায় ইশারো মে গরদিশ-এ-গরদুন, কি জলদ হাম কোয়ি শক্ত ইনকলাব দেখেঙ্গে'।" এই শায়েরিই সায়নীকে মনে করিয়ে দিচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা।
অভিনেত্রীর উপলব্ধি, শনিবার শুভেন্দু অধিকারী এবং তাঁর অনুগামীদের দলবদল ইতিমধ্যেই সেই রাজনৈতিক পালাবাদলের কথা জানিয়ে দিয়েছে। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যাওয়ার আগে তাঁদের দাবি, যে ভাবে তাঁরা জনগণের জন্য কাজ করতে চেয়েছিলেন সেই সুযোগ তাঁদের দেওয়া হয়নি। তাই তাঁরাও নিজেদের বদলে নেওয়ার কথা ভাবতে বাধ্য হয়েছেন।
এখানেই ‘শক্ত ইনকলাব’ বা বিপ্লবের গন্ধ পাচ্ছেন অভিনেত্রী। কেন? অভিনেত্রীর যুক্তি, ‘‘আপনা কাম বনতা, ভাঁড় মে যায়ে জনতা-- অনেক রাজনীতিবিদেরই মনের কথা। রাজ্যে এই মুহূর্তে কংগ্রেস এবং বাম দল তুলনায় দুর্বল। যতটা প্রবল শাসকদল এবং বিরোধী গোষ্ঠী। তাই রাজ্যবাসীকে এ বার ঠান্ডা মাথায় বুঝতে হবে, কার হাতে ব্যাটন তুলে দিলে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য বজায় থাকবে।’’
আরও পড়ুন: আমরা একে অন্যের সঙ্গে স্বচ্ছন্দ, তাই ইনস্টাগ্রামে ছবি দিয়েছি: শোভন