অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও বার বার খবরের শিরোনামে উঠে আসেন সলমন খান ও আমির খান। টুইঙ্কল খন্না ও কাজলের অনুষ্ঠানে এই দুই খানের প্রথম জুটি। অনুষ্ঠানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করলেন দু’জনে।
আমির জানান, প্রথম দিকে তিনি বাঁকা চোখে দেখতেন সলমন খানকে। ‘অন্দাজ় অপনা অপনা’ ছবির সময় থেকে বন্ধুত্ব হতে শুরু করে। আমির জানান, তাঁর যখন রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সেই সময় থেকে সলমনের সঙ্গে বন্ধুত্ব আর গাঢ় হতে শুরু করে।
নিজের অতীতের সম্পর্ক নিয়েও কথা বলেন সলমন। তিনি বলেন, “সম্পর্কে যখন একজন সঙ্গী আর একজনের চেয়ে বেশি এগিয়ে যায়, তখনই সমস্যার শুরু হয়। সেখান থেকেই নিরাপত্তাহীনতা জায়গা করে নেয় সম্পর্কে। তাই দু’জনের একসঙ্গে উন্নতি করা খুব জরুরি।”
নিজের অতীতের সম্পর্ক নিয়ে সলমন আমিরকে উত্তর দেন, “আরে ভাই, সম্পর্ক জমেনি! আর কী করা যাবে! কাউকে যদি দোষ দিতেই হয়, তা হলে আমাকে দোষ দেওয়াই ভাল।”
একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু স্থায়ী হয়নি কোনওটাই। বিয়েও করেননি। কিন্তু বাবা হওয়ার স্বপ্ন দেখেন সলমন। অভিনেতা বলেন, “একদিন আমার অনেকগুলো সন্তান থাকবে। খুব শীঘ্রই! দেখা যাক।”
সলমনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আমির বলেন, “আমার তখন রিনার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল। তোমার মনে আছে সলমন? তুমি একদিন আমার বাড়িতে নৈশভোজ করতে এসেছিলে। সেখান থেকেই আমাদের গভীর বন্ধুত্ব শুরু হয়েছিল।”