কে শাহরুখ খান? প্রশ্ন তুললেন বিবেক ওবেরয়। কয়েক বছর পরে কেউ শাহরুখকে মনে রাখবেন না বলেও জানান তিনি। বিবেকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
শাহরুখ খানের অনুরাগীরা আবিশ্ব ছড়িয়ে রয়েছেন। দেশ-বিদেশের মানুষ অভিনেতার ছবি ও ব্যক্তিত্বে মুগ্ধ। কিছু দিন আগে সবচেয়ে ধনী অভিনেতার তকমাও পেয়েছেন তিনি। এ-হেন তারকাকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন বিবেক? তাঁর মতে, খ্যাতি ক্ষণস্থায়ী। তাই ভবিষ্যৎ প্রজন্ম শাহরুখ খানকেও মনে রাখবেন না। তাঁরা হয়তো শাহরুখকে চিনতেও পারবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “১৯৬০ সালের ছবিতে কারা অভিনয় করেছিলেন, তা নিয়ে আজকের মানুষের কোনও মাথাব্যথা রয়েছে? অবশ্যই ইতিহাস থেকে সব মুছে যাবে। ২০৫০ সালে লোকে এই প্রশ্নও করতে পারে, ‘কে শাহরুখ খান?’”
আরও পড়ুন:
গত ২ নভেম্বর মাসে ৬০ বছর পূর্ণ করেছেন শাহরুখ। সারা দেশ সেই দিন মেতেছিল বলিউডের বাদশার জন্মদিন নিয়ে। অথচ বিবেকের দাবি, শাহরুখকে কেউ মনেই রাখবেন না। তুলনা টেনে অভিনেতা বলেন, “আজকের যুগের মানুষ যেমন ভাবতে পারেন, ‘কে রাজ কপূর?’ আমি-আপনি ওঁকে চলচ্চিত্রের ঈশ্বর বলতে পারি। কিন্তু আজকের যুগে রণবীর কপূরের কোনও অনুরাগীকেই জিজ্ঞেস করে দেখুন। তাঁরাও হয়তো রাজ কপূরকে চিনতে পারবেন না। ইতিহাস এ ভাবেই আমাদের সবাইকে মুছে দেয়।”
উল্লেখ্য, এই মুহূর্তে আসন্ন ছবি ‘মস্তি ৪’-এর প্রচার নিয়ে ব্যস্ত বিবেক ওবেরয়। এর পরে তাঁকে দেখা যাবে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে। সেই ছবিতে প্রভাস, তৃপ্তি ডিমরী ও প্রকাশ রাজও অভিনয় করছেন।