গত ২৫ অগস্ট প্রয়াত হন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুসংবাদ পেয়েই গিয়েছিলেন প্রথম স্ত্রী অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে ১১ দিন কেটে গিয়েছে। বৃহস্পতিবার ছিল অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান। এ দিনও জয়কে শেষ শ্রদ্ধা জানাতে যান অনন্যা। তবে সেখানে গিয়ে বার বার চিন্তা হচ্ছিল জয়ের মায়ের জন্য। অনন্যা বলেন, ‘‘মায়ের ৮৭ বছর বয়স। সে দিন জয়কে ওই চন্দন-পরা অবস্থায় দেখতে চাননি তিনি। ছেলেকে ও ভাবে দেখার কষ্টটা নিতে পারতেন না। আজ শ্রাদ্ধানুষ্ঠানে ছিলেন। অনেকটা বয়স হল তো।’’
আরও পড়ুন:
অভিনেতার মৃত্যুর খবর পেয়ে অনন্যা বলেছিলেন, ‘‘জয় আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম, ভুলে যাই কী করে?’’ সে দিন অনন্যার চোখে-মুখে ছিল শোকের ছায়া। এ দিন অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফেরার পর আনন্দবাজার ডট কমকে অনন্যা বলেন, ‘‘আজ খালি মনে হচ্ছিল, ও পারে থাকব আমি, তুমি রইবে এ পারে, শুধু আমার দু-চোখ ভরে দেখব তোমারে।’’ বলতে গলা ধরে এল তাঁর। খানিক সামলে নিয়ে বলেন, ‘‘আসলে জীবন তো থেমে থাকে না, শুধু ক্ষত ও কষ্ট থেকে যায়। চট করে প্রলেপ দেওয়া যায় কি!’’