ভরদুপুরে এমন কাণ্ড ঘটে যাবে তা ভাবেননি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বেশ কিছু দিন ধরে বড় সমস্যায় পড়েছেন। সম্প্রতি নিরাপত্তাহীনতার অভিযোগ করেছিলেন অভিনেত্রী। নিজের ভয়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেবচন্দ্রিমা। আবার বিপদ ঘটল অভিনেত্রীর বাড়িতে। ঠিক কী ঘটেছে?
অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমেও খুব সক্রিয় তিনি। ইনস্টাগ্রাম, ফেসবুকে প্রচারের জন্য অনেক সংস্থা অভিনেত্রীকে যোগাযোগ করে। তাদের বিভিন্ন জিনিসের মুখ হিসাবে দেখা যায় দেবচন্দ্রিমাকে। প্রচারের ভিডিয়ো বাড়িতেই শুট করেন। সেই সূত্রে একাধিক জিনিস বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনেকেরই আনাগোনা দেবচন্দ্রিমার বাড়িতে। এই সুযোগে যে মারাত্মক এক কাণ্ড হয়ে যাবে তিনি ভাবেননি।
আরও পড়ুন:
অন্যান্য দিনের মতো নিজের কাজ সেরে ঘরে একটু বিশ্রাম নিচ্ছিলেন অভিনেত্রী। আবাসনের রক্ষীর তরফে বার্তা আসে যে, তাঁর বাড়িতে কেউ এসেছেন। দেবচন্দ্রিমা ভিডিয়োয় বলেন, “আমি ভেবেছিলাম কোনও ‘ডেলিভারি বয়’। আবার কিছু দিতে এসেছে। তাই আসতে বলে দিই।” দরজা খুলে কী দেখেন দেবচন্দ্রিমা?
তাঁর কথায়, সেই ভদ্রলোকের বেশ দেখে কোনও ভাবেই মনে হয়নি কিছু দিতে এসেছেন। নায়িকার আন্দাজ, তাঁর বয়স ৪০-৪২ বছর হবে। দেবচন্দ্রিমা বলেন, “আমায় সটান প্রশ্ন করে সেই লোকটি, আমি কি তাঁকে চিনতে পারছি না! গত ৬ মাস ধরে নাকি ওনার সঙ্গে সম্পর্কে আছি। প্রেম করছি। ভয় পেয়ে গিয়েছিলাম রীতিমতো।”
সমাজমাধ্যমের পাতায় দেবচন্দ্রিমার নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে। আগেও এমন অনেক অভিযোগ পেয়েছেন নায়িকা। বার বার সতর্কও করেছেন। এই ঘটনার পরে অভিনেত্রী বুঝতে পারছেন না, ওই ভদ্রলোক কি সত্যিই এমনই কোনও চক্রান্তের শিকার? নাকি চক্রান্ত করে কেউ নায়িকাকে বিপদে ফেলার চেষ্টা করছে। ইতিমধ্যে আইনি পদক্ষেপ করেছেন দেবচন্দ্রিমা।