পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে আর পাঁচটা সপ্তাহের সোমবারের মতো নয় এই সপ্তাহের শুরুর দিনটা। তবে এ বার ৪ অগস্টের সকালটা এমন হবে তিনি কি ভেবেছিলেন? এক দিকে জন্মদিন। আবার অন্য দিকে তাঁর পরিচালিত বহু প্রতীক্ষিত ছবির প্রথম ঝলকের বিশেষ অনুষ্ঠান। ৫৭ বছরের জন্মদিন তাঁর। লাল ফুল শার্ট আর কালো প্যান্টে নিজের বিশেষ দিনে দর্শকের সামনে হাজির পরিচালক। তখন তিনি ব্যস্ত ছবির প্রচারে। সে সময় প্রিয় মানুষের জন্য শব্দ সাজাতে ব্যস্ত তাঁর পদ্মা। কৌশিক কখনও তাঁকে সাজিয়েছেন পদ্ম রূপে, কখনও আবার তিনিই তাঁর মেঘনা। কিন্তু জয়া আহসানের কাছে কৌশিক ঠিক কী? জন্মদিনে সেই উত্তরই দিলেন নায়িকা।
আরও পড়ুন:
লিখলেন, “তুমি আমায় নদীর নামে চরিত্রের প্রতিমায় গড়েছ বারংবার। যে তুমি আমায় এমন বহমান চরিত্রে জন্ম দিয়েছ বার বার, আজ সেই তোমার জন্মদিন। জলের দেহে যেমন আলোর অনুরণন, তাতেই জীবন সাবলীল, সার্থক; সার্থকতা সঙ্গী হয়ে থাক এমন করেই নিরন্তর। শুভ জন্মদিন।”
সদ্য ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। পর্দার এ পারে এবং ও পারে— দুই ক্ষেত্রেই কৌশিক-জয়ার জুটি দর্শকের নজর কেড়েছে। পদ্মার, মেঘনার হয়ে কৌশিকের জন্মদিনে জয়ার খোলা চিঠির উত্তরের অপেক্ষায় তাঁদের অনুরাগীরা।