জাভেদ আখতারকে বিয়ে করার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। বিয়েতে মত ছিল না বর্ষীয়ান অভিনেত্রীর বাবা-মায়েরও। এমনকি ‘নারীবাদী’ পরিচিতির জন্যও তির্যক মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন শাবানা আজ়মি।
১৯৮৪ সালে জাভেদকে বিয়ে করেছিলেন শাবানা। সেই সময়ে হানি ইরানির সঙ্গে সংসার করছিলেন জাভেদ। ফারহান আখতার ও জ়োয়া আখতারের জন্মও হয়ে গিয়েছে তখন। ‘বিবাহিত’ পুরুষের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারছিলেন না শাবানার পরিবার।
শাবানার ‘নারীবাদী’ পরিচিতির জন্যই তাঁর তরফ থেকে এমন সিদ্ধান্ত অনেকে মেনে নিতে পারছিলেন না, জানান শাবানা নিজেই। তিনি বলেন, “ও (জাভেদ) তখন বিবাহিত। দুই সন্তানের বাবা। এই জন্যই আগে থেকে কিছু ভেবে নিতে নেই।”
মানুষ তাঁকে নিয়ে নানা রকমের চর্চা করবেন, এই ব্যাপারে নিশ্চিত ছিলেন শাবানা। অভিনেত্রী বলেছেন, “আমি জানতাম, লোকে বলবে, ‘তুমি নিজেকে নারীবাদী বলো। তা হলে এমন পরিস্থিতিতে নিজেকে কী ভাবে জড়িয়ে ফেললে?’ কিন্তু আমার কাছে আর কোনও উপায় ছিল না তখন।”
নিজের হয়ে কোনও যুক্তি দিতে যাননি তখন শাবানা। বরং নীরব থেকেই সামাল দিয়েছিলেন সবটা।
যদি সেই সময়ে জাভেদ আখতার প্রতারণা করতেন, তা হলে কী হত? পুরনো এক সাক্ষাৎকারে শাবানাকে এই প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, “আমার মনে হয়নি, জাভেদ আমার সঙ্গে প্রতারণা করতে পারে। ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। একদিনে এই বিশ্বাস তৈরি হয়নি। বহু দিন ধরে ওর প্রতি আমার আস্থা তৈরি হয়েছে।”