অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবনে কালীপুজো এক অন্য গুরুত্ব রাখে। এই খুঁটিপুজো থেকেই স্বামী সৌম্যর বক্সীর সঙ্গে তাঁর সম্পর্কের শুরু। এখন তো তিনি বক্সীবাড়ির বৌমা। ফলে কালীপুজোয় দায়িত্ব বেড়েছে। এই মুহূর্তে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। প্রতি দিনের শুটিং সামলে কীভাবে কালীপুজোর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?
সুদীপ্তার বাড়িতে ইতিমধ্যেই অতিথিরা এসে গিয়েছেন। অভিনেত্রী যোগ করলেন, “শুক্রবার উদ্বোধন হবে। ২৩ অক্টোবর পর্যন্ত পুজোর রেশ থাকবে। গিরিশ পার্কের ফাইভস্টার ক্লাবের পুজো এখন আমাদের বাড়ির পুজোই হয়ে গিয়েছে। আমি যে খুব কাজ করি, তা নয়। আমাকে সংসারের দায়িত্বও নিতে হয় না, পুজোর দায়িত্বও নিতে হয় না। কিন্তু সৌম্য বলে, কিছু করি না করি, আমি যেন উপস্থিত থাকি— তা হলেই হবে।” বিয়ের পর পরেই বাবাকে হারান অভিনেত্রী। তাই এক বছর কালাশৌচ থাকায় পুজোয় আসতে পারেননি তাঁর মা।
আরও পড়ুন:
সুদীপ্তা যোগ করেন, “এই বছর পুজোয় আমার মা আসবেন। এটা ভেবে সবচেয়ে উত্তেজিত আমি। আর আমার তো নির্জলা উপোস থাকে। বিয়ের আগে থেকেই আমি কালীপুজোর উপোস করি। যখন থেকে আমাদের সম্পর্ক, তখন থেকেই উপোস করি।” এই পুজোয় কাতান শাড়ি আর সোনার গয়নায় সাজবেন অভিনেত্রী। ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে অন্য কিছুতে মন দেওয়া তাঁর পক্ষে কঠিন। পুজো উপলক্ষে কোনও রকমে এক দিনের ছুটি পেয়েছেন। সুদীপ্তা বলেন, “‘বৃন্দা’ যা দুষ্টুমি করছে! বহু দিন পরে ধারাবাহিকে অভিনয় করছি। চরিত্রটা যে দর্শকের ভাল লাগছে এটা ভেবেই আমি খুশি।” খলনায়িকা হিসাবে দর্শকের নজর কেড়েছেন সুদীপ্তা।