দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলতে আপাতত কেপটাউনে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট দল। ৫ জানুয়ারি থেকে পর পর রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ, ৬টি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ।
প্রথম ম্যাচ হবে কেপটাউনেই। দক্ষিণ আফ্রিকা সফরে বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে গিয়েছেন তাঁদের স্ত্রীরাও। প্র্যাকটিসের ফাঁকে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি নতুন বউ অনুষ্কার সঙ্গে ঘুরছেন কেপটাউনে।
ক’দিন আগেই তাঁদের শপিং করার ছবি ভাইরাল হয়েছিল ওয়েব দুনিয়ায়। এ বার সেখানেই বেড়াতে বেড়াতে বিরুষ্কার সঙ্গে হঠাত্ দেখা বলিউডের খিলাড়ির।
Sale sale sale. #Virushka #ViratKohli shopping time with his wife #Anushka in Cape Town pic.twitter.com/7U27bDDPHA
— Devendra Pandey (@pdevendra) December 31, 2017