মন্দার বাজারে নিজের পারিশ্রমিক বাড়ালেন অক্ষয়কুমার। চলতি বছরেই এই নিয়ে অন্তত তিন বার পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। অক্ষয়ের মতে, দিন দিন তাঁর কাছে বহু ছবির প্রস্তাব আসছে, তাই তিনি টাকার অঙ্ক বাড়িয়েছেন। লকডাউনের সময়েই তিনি ৯৯ থেকে ১০৮ কোটি করেন তাঁর পারিশ্রমিক। তার পর তা থেকে বাড়িয়ে ১১৭ কোটি, এ বার তা ১৩৫ কোটি। ২০২২-এ যে সব ছবি মুক্তি পাবে, সেই সব প্রজেক্টের জন্য আপাতত ১৩৫ কোটিতেই রাজি হচ্ছেন অক্ষয়। অভিনেতার ছবির বাজেট সাধারণত ১৮৫-১৯০ কোটির চারপাশেই ঘোরাঘুরি করে। সেখানে স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ৮০-৯০ কোটি টাকা প্রযোজকের ঘরে আসে। বক্স অফিস কালেকশনও ২০০ কোটির আশপাশে থাকে। ফলে লাভ হয় প্রযোজকদের। পারিশ্রমিক বাড়ানোর পরেও অক্ষয়ের ঝুলি ভর্তি। হাতে রয়েছে ‘বচ্চন পাণ্ডে’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘মিশন লায়ন’ ইত্যাদি। রিটার্ন বেশি হওয়ায় অক্ষয়ের উপরে বাজি ধরছেন প্রযোজকেরাও।