জীবন যেন ঝটিকা সফর! পর পর বহু কিছু ঘটছে আলিয়া ভট্টের জীবনে। পেশাগত জীবন থেকে শুরু করে দাম্পত্যে, এখনই তো সবচেয়ে সম্ভবনাময় সময় রণবীর ঘরনির। তবে সন্তানধারণের জন্য অবসরের ফুরসৎ হয়নি তাঁর। এখনও একটি বড় কাজ বাকি। রণবীর সিংহের সঙ্গে উড়ে যাবেন তিনি অস্ট্রিয়া।কর্ণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’-র শেষ গানটির শ্যুট হবে সেখানেই।
আলিয়া এখন লন্ডনে। হলিউডের ছবির কাজে ব্যস্ত। তা সত্ত্বেও কর্ণের নির্দেশে শীঘ্রই পাড়ি দিতে হবে অস্ট্রিয়ায়। জন্মদিনের পার্টির আগে রণবীরও আসবেন কর্ণের ছবির শ্যুটেই। তাই আগেভাগেই ঘর ছেড়েছেন ‘গাল্লি বয়’। রোদ ঝলমলে লন্ডনের বুকে তাঁকে দেখা গিয়েছে আলিয়া ভট্টের সঙ্গে। আড্ডায় মশগুল দুই অভিনেতার উচ্ছ্বাস ধরা পড়েছে কর্ণের তোলা ছবিতে।