Advertisement
E-Paper

Oindrila Sen: অঙ্কুশ চুমুতে ভরিয়ে দিলেন প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিন, বিক্রম ফাঁস করলেন অন্য তথ্য

৩১ মার্চ ঐন্দ্রিলা সেনের জন্মদিনে চুমুতে ভরিয়ে দিলেন অঙ্কুশ। এর পিছনে যুক্তিও আছে তাঁর। ১১ বছর এক সঙ্গে থাকার পরে নাকি এর বেশি আর কিছুই আসে না! তাই বৃহস্পতিবার, ‘গোরিলা’ থুড়ি ঐন্দ্রিলার জন্মদিনের সকালে তাঁকে জাপটে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছেন তিনি! 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১১:০৩
ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের ভালবাসার উপহার

ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের ভালবাসার উপহার

প্রেমিকার জন্মদিন বলে কথা। নিশ্চয়ই উপহারে ভরিয়ে দিয়েছেন প্রেমিক। ওমা, কোথায় কী?

বদলে চুমুর শব্দে ঐন্দ্রিলার কান ঝালাপালা করে দিয়েছেন অঙ্কুশ। ৩১ মার্চ ঐন্দ্রিলা সেনের জন্মদিনে চুমুতে ভরিয়ে দিলেন অঙ্কুশ। এর পিছনে যুক্তিও আছে তাঁর। ১১ বছর এক সঙ্গে থাকার পরে নাকি এর বেশি আর কিছুই আসে না! তাই বৃহস্পতিবার, ‘গোরিলা’ থুড়ি ঐন্দ্রিলার জন্মদিনের সকালে তাঁকে জাপটে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছেন তিনি! পাশাপাশি, এ ভাবেই যেন নিজের ‘কিপটে’ বদনামটাও বজায় রাখলেন পর্দার ‘ম্যাজিক’ওয়ালা।

এর আগে নিজের জন্মদিন নিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে নিজেই দুঃখ করেছিলেন ঐন্দ্রিলা। বলেছিলেন, এমন দিনে জন্ম! বাৎসরিক হিসেবনিকেশের সময়। ফলে, ব্যাঙ্কের পকেট ফাঁকা। সবারই একই অবস্থায়। কোথায় ঘর উপচে উপহার আসবে! সে আশায় জলাঞ্জলি। এই সুযোগটাই নাকি প্রতি বছর নিয়ে থাকেন অঙ্কুশ। ২০২২-এও তার ব্যতিক্রম হল না!

তা হলে কি নায়িকা শুধু মুখে জন্মদিন কাটাবেন? ফোনে দুই অভিনেতার কাউকেই পাওয়া যায়নি। বদলে ফাঁস করেছেন ‘ফাগুন বউ’-এর সবচেয়ে কাছের বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ৩০ মার্চ মাঝরাতে নিয়ম মেনে উদযাপন হয়েছে। তবে বিক্রম উপস্থিত থাকতে পারেননি। তিনি শহরের বাইরে ছিলেন। বন্ধুর জন্মদিনের সকালে ফিরেছেন। বিকেলে বড় করে পার্টি দিচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সারা দিন বিশ্রাম নিয়ে সেখানে উপস্থিত থাকবেন তিনি। পার্টি শেষে হবে বন্ধুদের ঘরোয়া আড্ডা।

অঙ্কুশ না হয় উপহার হিসেবে চুমুতে ভরিয়ে দিয়েছেন ঐন্দ্রিলাকে। বিক্রমও কি তা-ই দেবেন?

প্রশ্ন শুনেই হেসে ফেলেছেন অভিনেতা। দাবি, ‘‘আমারও কিপটে হিসেবে বদনাম আছে। টাকা-পয়সা নেই। কী উপহার সাজিয়ে দেব? ঐন্দ্রিলা সত্যিই বেচারা! এমন সময়, এমন দিনে জন্মাল। সবার ব্যাঙ্ক ব্যালেন্স তলানিতে। পকেট ফাঁকা। তবে ভালবাসায় ভরিয়ে দেব।’’ একই ভাবে আনন্দবাজার অনলাইনের মাধ্যমে ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজা চন্দ। অসুস্থতার কারণে তিনি তাঁর পর্দার নায়িকার জন্মদিনের পার্টিতে হাজির থাকতে পারবেন না। তবে তাঁর আগামী ছবিতে ফের অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। লন্ডনে শ্যুট হবে। রাজার কথায়, ‘‘ওখানেই আবার ঐন্দ্রিলার জন্মদিনের উদযাপন হবে।’’

Oindrila Sen Ankush Hazra Vikram Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy