বছর শেষে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অনন্যা পান্ডে। গোলাপি বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী। চারদিকে ফিসফাস, একা নন অনন্যা। সঙ্গে রয়েছেন ঈশান খট্টর।
কিন্তু হঠাৎ কেন এই গুঞ্জন?
এই মুহূর্তে ঈশানও রয়েছেন মলদ্বীপে। ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করছেন তিনিও। সোশ্যাল মিডিয়ায় ‘চেক ইন’ বলছে তিনি এবং অনন্যা এই মুহূর্তে মালদ্বীপের একই জায়গায় রয়েছেন। অথচ একে অপরের সঙ্গে একটিও ছবি পোস্ট করেননি তাঁরা। ধরেই নেওয়া যায়, নিজেদের সম্পর্কের কথা আড়াল করতেই সাবধানী দুই স্টারকিড। শুধু বিদেশেই নয়, খাস মুম্বইতেও মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় দু’জনকে। সিদ্ধান্ত চতুর্বেদীর দিওয়ালি পার্টিতেও জুটি বেঁধে হাজির হয়েছিলেন ঈশান এবং অনন্যা। গত বুধবার মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরায় একসঙ্গে ধরা দেন তাঁরা।
‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনন্যা এবং ঈশান। বহু বিতর্কের মধ্যে ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পড়লেও, ঈশান-অনন্যা জুটির অনস্ক্রিন প্রেমের জল কি তবে গড়াল বাস্তব জীবনেও? তাঁদের গতিবিধি তেমনটা বললেও, আপাতত এই নিয়ে স্পিকটি নট তাঁরা দু’জনেই।