Advertisement
E-Paper

পহেলগাঁও কাণ্ডে নিহতদের জন্য বড় সিদ্ধান্ত অরিজিতের! বিশেষ ভাবে প্রতিবাদ শিল্পীর

অনুরাগীরা অপেক্ষা করেছিলেন, এমন ভয়াবহ ঘটনা নিয়ে কী প্রতিক্রিয়া দেবেন অরিজিৎ? অবশেষে স্পষ্ট প্রতিবাদ করলেন শিল্পী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
Arijit Singh cancelled his much awaited concert in Chennai for Pahalgam incident

পহেলগাঁও নিয়ে অরিজিতের প্রতিবাদ। ছবি: সংগৃহীত।

তাঁর প্রতিবাদের ভাষা ভিন্ন। কথা বলেই প্রতিবাদ করতে হবে, এমন মনে করেন না অরিজিৎ সিংহ। কলকাতার আরজি কর-কাণ্ডের সময়ে গান বেঁধেছিলেন তিনি। বিভিন্ন আন্দোলনকারী তাঁর গানেই খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের ভাষা। এ বারও পহেলগাঁও কাণ্ড নিয়ে প্রথম থেকেই চুপ তিনি। কোনও মন্তব্য করেননি। অনুরাগীরা অপেক্ষা করেছিলেন, এমন ভয়াবহ ঘটনা নিয়ে কী প্রতিক্রিয়া দেবেন অরিজিৎ? অবশেষে প্রতিবাদ জানালেন শিল্পী।

অরিজিৎ সিংহের অনুষ্ঠান মানেই, অনুরাগীদের উত্তেজনা। আগামী ২৭ এপ্রিল এমনই এক অনুষ্ঠান ছিল চেন্নাই শহরে। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। পহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত তাঁর। অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, “একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল, অর্থাৎ রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।”

যাঁরা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে আয়োজকদের তরফ থেকে। দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার মুহূর্তে ভূস্বর্গ পরিণত হয় মৃত্যু উপত্যকায়। নিরীহ পর্যটকদের উপর হামলা করেছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। ২০ জন আহত বলে জানা যাচ্ছে। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বা। কিন্তু কী ভাবে ভরা দুপুরে জঙ্গিরা এই হামলা চালাল? নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার নিন্দায় মুখ খুলেছেন বলিউডের বহু তারকাই।

Pahalgam Terror Attack Arijit Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy